দেশের যে বিভিন্ন নাট্যদলকে আর্থিক অনুদান দেয় কেন্দ্রীয় সরকার, সেই তালিকা থেকে বাংলার কয়েকটি নাট্যদলের নাম বাদ দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। যথারীতি শুরু হয়ে গেছে ভুক্তভোগীদের প্রতিক্রিয়া। এঁদের কেউ-কেউ বলতে শুরু করেছেন, এমন করলে বাংলা নাটক শেষ হয়ে যাবে। তাই নাকি? অনুদান না পেলে বাংলা নাটক শেষ হবে? আলোচনা করেছেন আকাশ উপাধ্যায়।
by আকাশ উপাধ্যায় | 10 August, 2024 | 724 | Tags : Bengali Theatre Central Govt Grant